Ekaram - একারাম - Bengali poem by Subhro

আমি একলা আছি ভালই আছি
সঙ্গদোষে নাই ,
মামা মামি চাচা চাচি 
নাইরে কোথাও নাই ।

আমি একলা আছি ভালই আছি
বন্ধু না বালাই , 
না কেউ আগে না কেউ পাছি 
দক্ষিণে কি বায় ।

আমি একলা আছি ভালই আছি
দুইয়ের বাধন নাই ,
গাজন কষি, দুধের চাঁচি 
আপন মনে খাই ।

আমি একলা আছি ভালই আছি
শীতের দিনে ভাই ,
লেপের নিচে হাতরে খুঁজে
বালিশ টাকেই পাই ।

আমি একলা আছি ভালই আছি
শূন্য দিয়ে শূন্য ভরাই
আপন মনে শহর রচি 
ভাঙ্গি আর গড়াই ।


                              - শুভ্ৰ              

No comments:

Post a Comment