Sangket - সংকেত - Poems of Nirmalprabha Bordoloi

মই ভালকৈ চকুৰে নমনা হ'লো
চোৱাচোন পোহৰবোৰ সঁচাকৈয়ে
গলাৰুপ যেন হৈছেনে ??
বলিকটা দাখনৰ 
ধাৰ থকা ফালটোৰ দৰে ??
ক'ৰবাত কিবা এটা 
লৰচৰ কৰি থকাৰ 
উমান পাইছো
চোৱাচোন, গজলীয়া ল'ৰাটোৰ 
হাতখন পোন হ'লনে ?

খৰধৰ কৰিবলৈ কোৱা 
সংকটত আখৰা নেলাগে ।।

Bhogalir urukat - ভোগালীৰ উৰুকাত - Poems of Nirmalprabha Bordoloi

কি চাই আছা ?
আহাঁ আনো এটা দিন 
উদং ভৰাল ভৰি যোৱাকৈ 
ৰঙা নদীত ডুব দি থকা 
গোটে-পাতে এটা দিন ।

পচা, যাঠী, দা 
খোৱালী কোদাল
য'ত জি আছে আনা
সৰিয়হ ফুলৰ গন্ধ ভৰা 
পকাধানৰ গন্ধ ভৰা 
বিলাহী ৰঙৰ দিন ।

বিহু এখন পাতো আহাঁ ।
বিহু নেপাতিলে নাহে ।
দপ্‌ দপ্‌ দপ্‌
মেজিৰ জুইত
আহাঁ দলিয়াও
দুঃশাসনৰ ডোখৰ ডোখৰ দেহ 
অনশন 
আৰু বিবশন দিন ।

Samipeshu - Sunil Gangopadhyay - সমীপেষু ....সুনীল গঙ্গোপাধ্যায় - Poems of Nirmalprabha Bordoloi

সমীপেষু ....সুনীল গঙ্গোপাধ্যায় 

মৰমৰ সুনীল 
কি আৰু লিখিম !
মাজে মাজে ভাব হয়  
কোনো অৰ্থ নাই 
একোৰেই |
শব্দই অৰ্থ বহন নকৰে |
তুমি অকা জুইৰ ছবিত 
হাত সেকিব পৰা হ'লে 
নোৱাৰি 
কাগজত অঁকা বেলিত 
ৰাতি নুপুৱায় 
যাওক দিয়া সেইবোৰ।
তোমালৈ সেই একেটাই খবৰ পঠালোঁ
আমাৰ ইয়াত ৰাতিৰ অন্ধকাৰত 
বেৰৰ পানে মূৰ কৰি 
আমি আটায়ে 
একলে ফেকুঁৰো
পুৱা যে আকৌ 
উঠিব লাগিব
কান্দিবলৈকে
দাৰুণ সে দুখত !

Shesh nomoskar - শেষ নমস্কার - Geetanjali - Poems of Rabindranath Tagore

একটি নমস্কার প্রভু একটি নমস্কারে 
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত 
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে 
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।

Osomapto - অসমাপ্ত - Geetanjali - Poems of Rabindranath Tagore

জীবনে যত পূজা হল না সারা ,
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে    ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।

Jabar din - যাবার দিন - Geetajnali - Poems of Rabindranath Tagore

যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি , তুলনা তার নাই ।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে 
তারই মধু পান করেছি , ধন্য আমি তাই ।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ।।

Simay prokash - সীমায় প্রকাশ - (Geetanjali) - Poems of Rabindranath Tagore

সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর ।
          আমার মধ্যে তোমার প্রকাশ তাই এতো মধুর ।
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে ,
          অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর -
          আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে -
          বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ।

Khichuri - খিচুড়ি - Poems of Sukumar Ray

হাঁস  ছিল সজারুও (ব্যাকরণ মানি না )
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না । 
বক কহে কচ্ছপে 'বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি '
টিয়ামুখো গিরগিটি মনে ভারী শঙ্কা 
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা 

Abol Tabol - আবোল তাবোল - Poems of Sukumar Ray

আয়রে ভোলা খেয়াল খোলা 
স্বপন দোলা নাচিয়ে আয় 
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয় 
আয় যেখানে ক্ষেপার গানে নেইকো সুর 
আয়রে যেথায় উধাও হাওয়ায় 
মন ভেসে যায় কোন সুদূর 

Dhulamondir - ধুলামন্দির -Poems of Rabindranath Tagore

ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকে পড়ে ।
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে !
        অন্ধকারে লুকিয়ে আপন মনে 
        কাহারে তুই পুঁজিস সংগোপনে ,
নয়ন  মেলে দেখ দেখি তুই চেয়ে -  দেবতা নাই ঘরে ।।

Opomanito - অপমানিত - Poems of Rabindranath Tagore

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান 
অপমানে হতে  হবে তাহাদের সবার সমান ।
মানুষের অধিকারে        বঞ্চিত করেছ যারে ,
সম্মুখে দাড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান ,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।

Diner Songi - দীনের সঙ্গী - Poems of Rabindranath Tagore

যেথায় থাকে সবার অধম দীনের থেকে দীন 
সেখানে যে চরণ তোমার রাজে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।
যখন তোমায় প্রণাম করি আমি 
প্রণাম আমার কোনখানে যায় থামি ,
তোমার চরণ যেথায় নামে অপমানের তলে 
সেথায় আমার প্রণাম নামে না যে -
সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।।

Bharatteertho - ভারততীর্থ - Geetanjali - Poems of Rabindranath Tagore

হে মোর চিত্ত, পুন্য তীর্থে জাগো রে ধীরে

এই ভারতের মহামানবের সাগরতীরে।

হেথায় দাঁড়ায়ে  দু বাহু বাড়ায়ে নমি নর দেবতারে

উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে

ধ্যানগম্ভীর এই যে ভূধর , নদী-জপমালা-ধৃত প্রান্তর,

হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীর

এই ভারতের মহামানবের সাগরতীরে ।।

Protisristi - প্রতিসৃষ্টি - Poems of Rabindranath Tagore

হে মোর দেবতা, ভরিয়া এ দেহপ্রাণ 
কি অমৃত তুমি চাহ করিবারে পান !
           আমার নয়নে তোমার বিশ্বছবি 
           দেখিয়া লইতে সাধ যায় তব কবি -
           আমার মুগ্দ্ধ শ্রবনে নীরব রহি 
                          শুনিয়া লইতে চাহ আপনার গান ।।

Borshar rup - বর্ষার রূপ - Poem by Rabindranath Tagore

আজ           বর্ষার রূপ দেখি মানবের মাঝে -
              চলেছি গরজি , চলেছে নিবিড় সাজে ।
      হৃদয়ে তাহার নাচিয়া উঠিছে ভীমা ,
      ধাইতে ধাইতে লোপ করে চলে সীমা ,
      কোন তাড়নায় মেঘের সহিত মেঘে 
                    বক্ষে বক্ষে মিলিয়া বজ্র বাজে ।।