খোকা ঘুমায় - Khoka ghumay - Poems of Sukumar Ray

কোনখানে কোন সুদূর দেশে, কোন মায়ের বুকে,
কাদের খোকা মিষ্টি এমন ঘুমায় মনের সুখে ?
অজানা কোন দেশে সেথা কোনখানে তার ঘর ?
কোন সমুদ্র, কত নদী , কত দেশের পর ?
কেমন সুরে কি বলে মা ঘুমপাড়ানি গানে ,
খোকার চোখে নিত্যি সেথা ঘুমটি ডেকে আনে ?

শিশুর দেহ -Shishur deho - Poems of Sukumar Ray


চশমা-আটা পন্ডিতে কয়, শিশুর দেহ দেখে -
'হাড়ের পরে মাংস গেঁথে , চামড়া দিয়ে ঢেকে,
শিরার  মাঝে রক্ত দিয়ে, ফুসফুসেতে বায়ু,
বাধলো দেহ সুঠাম করে পেশী এবং স্নায়ু ।'
কবি বলেন, 'শিশুর মুখে হেরি তরুণ রবি,
উৎসারিত আনন্দে তার জাগে জগৎ ছবি,

শ্রাবণে - Shrabone - Poems of Sukumar Ray

জল ঝরে, জল ঝরে, সারাদিন সারারাত - 
অফুরান নামতায় বাদলের ধারাপাত 
আকাশের মুখঢাকা, ধোয়ামাখা চারিধার,
পৃথিবীর ছাত পিটে ঝমাঝম বারিধার ।
স্নান করে গাছপালা প্রাণখোলা বরষায় ,
নদীনালা ঘোলাজল ভরে ওঠে ভরসায় ।

গ্রীষ্ম - Grishmo - Poems of Sukumar ray

                      এক 

ওই এল বৈশাখ, ওই নামে গ্রীষ্ম, 
খাই খাই রবে জেনো ভয়ে কাঁপে বিশ্ব !
চোখে যেন দেখি তার ধূলিমাখা অঙ্গ,
বিকট কুটিলজটে ভ্রুকুটির ভঙ্গ,
রোদে রাঙা দুই আঁখি শুকায়েছে কোটরে,
ক্ষুধার আগুন যেন জ্বলে তার জঠরে !
মনে হয় বুঝি তার নিশ্বাসমাত্রে 
তেড়ে আসে পালাজ্বর পৃথিবীর গাত্রে !

বর্ষ গেল, বর্ষ এল - Borsho gelo borsho elo - Poems of Sukumar Ray

বর্ষ গেল, বর্ষ এল, গ্রীষ্ম এলেন বাড়ি,
পৃথ্বী এলেন চক্র দিয়ে এক বছরের পাড়ি ।
সত্যিকালের এই পৃথিবী বয়স কেবা জানে,
লক্ষ হাজার বছর ধরে চলছে একই টানে ।
আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে 
গ্রীষ্মকালের তপ্ত রোদে বর্ষাকালের মেঘে,
শরৎকালের কান্না হাসি হালকা বাদল হাওয়া,

আয়রে আলো আয় - Aay re aalo aay - Poems of Sukumar Ray

পুব গগনে রাত পোহালো,
ভোরের কোলে লাজুক আলো নয়ন মেলে চায় ।
আকাশতলে ঝলক জ্বলে,
মেঘের শিশু  ছলে আলোক মাখে গায় ।
সোনার আলো,  রঙিন আলো ,
স্বপ্নে আঁকা নবীন আলো - আয়রে আলো আয় ।

মহাভারত - আদিপর্ব - Mahabharat Adiporbo - Poems of Sukumar Ray

হস্তিনায় চন্দ্রবংশ কুরুরাজকুল 
রাজত্ব করেন সুখে বিক্রমে অতুল ।
সেই কূলে জন্ম তবু দৈববশে হায় 
অন্ধ বলি ধৃতরাষ্ট্র রাজ্য নাহি পায় 
কনিষ্ঠ তাহার পান্ডু, রাজত্ব সে করে,
পাঁচটি সন্তান তার দেবতার বরে ।
জ্যেষ্ঠপুত্র যুধিষ্ঠির ধীর শান্ত মন 
'সাক্ষাৎ ধর্মের পুত্র' কহে সর্বজন ।

ভীষ্ম -Bheesmo - Poems of Sukumar Ray

কুরুকূলে পিতামহ ভীষ্মমহাশয় 
ভুবন বিজয়ী বীর শুন পরিচয় -
শান্তনু রাজার পুত্র নাম সত্যব্রত 
জগতে সার্থক নাম সত্যে অনুরত ।
স্বয়ং জননী গঙ্গা ব দিলা তাঁরে 
নিজ ইচ্ছা বিনা বীর না মরে সংসারে ।

সাগর যেথায় - Sagor jethay - Poems of Sukumar Ray

সাগর যেথায় লুটিয়ে পড়ে নতুন মেঘের দেশে,
আকাশ ধোয়া নীল যেখানে সাগর জলে মেশে ।
মেঘের শিশু ঘুমায় সেথা আকাশ - দোলায় শুয়ে 
ভোরের রবি জাগায় তারে সোনার কাঠি ছুঁয়ে ।
সন্ধ্যা সকাল মেঘের মেলা কূল কিনারা ছাড়ি ,
রং-বেরঙের পাল তুলে দেয় দেশ-বিদেশে পাড়ি ।

Ondho meye -অন্ধ মেয়ে - Poems of Sukumar Ray

গভীর কালো মেঘের পরে রঙিন ধনু বাঁকা ,
রঙের তুলি বুলিয়ে মেঘে খিলান যেন আঁকা !
সবুজ ঘাসে রোদের পাশে আলোর কেরামতি ,
রঙিন বেশে, রঙিন ফুলে রঙিন প্রজাপতি !

Nodi -নদী - Poems of Sukumar Ray

হে পর্বত, যত নদী করি নিরীক্ষণ ,
তোমাতেই করে তারা জনম গ্রহণ ।
ছোট বড় ঢেউ সব তাদের উপরে 
কল কল শব্দ করি সবে ক্রীড়া করে ,
সেই নদী বেঁকে চুরে যায় দেশে দেশে ,
সাগরেতে পরে গিয়া সকলের শেষে ।

Sri gobindo kotha - শ্রী গোবিন্দকথা - Poems of Sukumar Ray

 আমি অর্থাৎ শ্রী গোবিন্দ মানুষটি নই বাঁকা !
যা বলি তা ভেবেই বলি , কথায় নেইকো ফাঁকা 
এখানকার সব সাহেবসুবো, সবাই আমায় চেনে 
দেখতে চাও তো দিতে পারি সার্টিফিকেট এনে 
ভাগ্য আমায় দেয় নি বটে করতে বি, এ, পাশ 
তাই বলে কি সময় কাটাই কেটে ঘোড়ার ঘাস ?
লোকে যে কয় বিদ্যে আমার কথামালায় শেষ 
এর মধ্যে সত্যি কথা নেইকো বিন্দুলেশ ।

Chhora - ছড়া - Poems of Sukumar Ray

টিক টিক চলে ঘড়ি , টিক টিক টিক ,
একটা ইঁদুর এল সে সময়ে ঠিক ।
ঘড়ি দেখে একলাফে তাহাতে চড়িল,
টং করে অমনি ঘড়ি বাজিয়া উঠিল ।
অমনি ইঁদুরভায়া ল্যাজ গুটাইয়া ,
ঘড়ির ওপর থেকে পড়ে লাফাইয়া !
ছুটিয়া পালায়ে গেল আর না আসিল 
টিক টিক টিক ঘড়ি চলিতে লাগিল ।।

Borai - বড়াই - Poem by Sukumar Ray

গাছের গোড়ায় গর্ত করে ব্যাঙ বেঁধেছেন বাসা 
মনের সুখে গাল ফুলিয়ে গান ধরেছেন খাসা ।
রাজার হাতি হাওদা পিঠে হেলেদুলে আসে -
'বাপ রে !' বলে ব্যাঙ বাবাজি গর্তে ঢোকেন ত্রাসে !
রাজার হাতি, মেজাজ ভারি  হাজার রকম চাল ;
হঠাৎ রেগে মটাং করে ভাঙলো গাছের ডাল ।
গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কয় -

Ajob khela - আজব খেলা - Poems of Sukumar Ray

সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর গায় 
সকাল - সাঝে সূর্যিমামা নিত্যি আসে যায় ।
নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে 
আপন ছবি অবনী মুছে আঁকে নুতন করে ।
ভোরের ছবি মিলিয়ে দিল দিনের এল জ্বেলে ,
সাঁঝের আঁকা রঙিন ছবি রাতের কালি ঢেলে ।
আবার আঁকে, আবার মোছে দিনের পরে দিন 
আপন সাথে আপন খেলা চলে বিরামহীন ।