''হ্যাঁরে হ্যাঁরে তুই নাকি কাল শাদা বলছিলি লাল ?
(আর) সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে ?
(আর) তোদের পোষা বেড়ালগুলো শুচু নাকি বেজায় হলো ?
(আর) এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি ?
ক্যান রে ব্যাটা ইস্টুপিড ? ঠেঙিয়ে তোরে করবো টিট !''
''চোপড়াও তুমি স্পিকটি নট , মারব রেগে পটাপট -''