সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি, মোর সভাতে ?
হাতে ছিল তব বাঁশি , অধরে অবাক হাঁসি ,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ।
সে কি তুমি ওগো , তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে -
নবযৌবনসভাতে ?।
হাতে ছিল তব বাঁশি , অধরে অবাক হাঁসি ,
সেদিন ফাগুন মেতে উঠেছিল মদবিহ্বল শোভাতে ।
সে কি তুমি ওগো , তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে -
নবযৌবনসভাতে ?।
সেদিন আমার যত ছিল সব কাজ তুমি ভুলালে ।
খেলিলে সে কোন খেলা , কোথা কেটে গেলো বেলা ,
খেলিলে সে কোন খেলা , কোথা কেটে গেলো বেলা ,
