যাবার দিনে এই কথাটি বলে যেন যাই - যা দেখেছি, যা পেয়েছি , তুলনা তার নাই । এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে তারই মধু পান করেছি , ধন্য আমি তাই । যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ।।
হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান । মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে , সম্মুখে দাড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান , অপমানে হতে হবে তাহাদের সবার সমান ।।
সেখানে যে চরণ তোমার রাজে - সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে । যখন তোমায় প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যায় থামি , তোমার চরণ যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে - সবার পিছে , সবার নীচে , সব-হারাদের মাঝে ।।