Watercolor 5x7
Noboborsho - নববর্ষ - Poems by Subhro
ঘুমিয়ে পড়েছে অফিস
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক
শান্ত কাজের কোলাহল,
জেগে উঠেছে নতুন শহর এক
আর তরল এলকোহল ।
নতুন বছরের আপ্যায়নে
রাতের শহর মগ্ন,
কারো ভালোবাসা কারো অভিমান
হোটেলের রুমে নগ্ন ।
Madhyannat - মধ্যাহ্নত - Poems of Nirmalprabha Bordoloi
সমুখত দুখৰ পৰমান্ন
জয়জয় ময়ময় দুপৰৰ ভোজ ।
বিষন্নবোৰক কোৱা
আমাৰ কাঁহী শুণ্য নহয়, নিৰন্ন নহয়
তাত উপচি আছে
আহা ! পৰমান্ন ।
যি অন্নৰ সুগন্ধতে
ঝন্ ঝন্ শিকলি ছিগিব
এশ এটা ৰনুৱা ঘোৰাৰ ।
Otoprot - ওতঃপ্ৰোত - Poems of Nirmalprabha Bordoloi
অশ্ৰু আৰু অস্ত্ৰ
বৰ ওচৰা - ওচৰি
দুটা শব্দ ।
অস্ত্ৰই অশ্ৰু ৰচে বুলি
তোমাৰ মনত থাকে
কিনু অশ্ৰুৱেও যে
অস্ত্ৰ ৰচে
সেই কথা
পাহৰা কিয় ?
বৰ ওচৰা - ওচৰি
দুটা শব্দ ।
অস্ত্ৰই অশ্ৰু ৰচে বুলি
তোমাৰ মনত থাকে
কিনু অশ্ৰুৱেও যে
অস্ত্ৰ ৰচে
সেই কথা
পাহৰা কিয় ?
Sangket - সংকেত - Poems of Nirmalprabha Bordoloi
মই ভালকৈ চকুৰে নমনা হ'লো
চোৱাচোন পোহৰবোৰ সঁচাকৈয়ে
গলাৰুপ যেন হৈছেনে ??
চোৱাচোন পোহৰবোৰ সঁচাকৈয়ে
গলাৰুপ যেন হৈছেনে ??
বলিকটা দাখনৰ
ধাৰ থকা ফালটোৰ দৰে ??
ক'ৰবাত কিবা এটা
লৰচৰ কৰি থকাৰ
উমান পাইছো
চোৱাচোন, গজলীয়া ল'ৰাটোৰ
হাতখন পোন হ'লনে ?
খৰধৰ কৰিবলৈ কোৱা
সংকটত আখৰা নেলাগে ।।
Bhogalir urukat - ভোগালীৰ উৰুকাত - Poems of Nirmalprabha Bordoloi
কি চাই আছা ?
আহাঁ আনো এটা দিন
উদং ভৰাল ভৰি যোৱাকৈ
ৰঙা নদীত ডুব দি থকা
গোটে-পাতে এটা দিন ।
আহাঁ আনো এটা দিন
উদং ভৰাল ভৰি যোৱাকৈ
ৰঙা নদীত ডুব দি থকা
গোটে-পাতে এটা দিন ।
পচা, যাঠী, দা
খোৱালী কোদাল
য'ত জি আছে আনা
সৰিয়হ ফুলৰ গন্ধ ভৰা
পকাধানৰ গন্ধ ভৰা
বিলাহী ৰঙৰ দিন ।
বিহু এখন পাতো আহাঁ ।
বিহু নেপাতিলে নাহে ।
দপ্ দপ্ দপ্
মেজিৰ জুইত
আহাঁ দলিয়াও
দুঃশাসনৰ ডোখৰ ডোখৰ দেহ
অনশন
আৰু বিবশন দিন ।
Samipeshu - Sunil Gangopadhyay - সমীপেষু ....সুনীল গঙ্গোপাধ্যায় - Poems of Nirmalprabha Bordoloi
সমীপেষু ....সুনীল গঙ্গোপাধ্যায়
মৰমৰ সুনীল
কি আৰু লিখিম !
মাজে মাজে ভাব হয়
কোনো অৰ্থ নাই
একোৰেই |
শব্দই অৰ্থ বহন নকৰে |
তুমি অকা জুইৰ ছবিত
হাত সেকিব পৰা হ'লে
নোৱাৰি
কাগজত অঁকা বেলিত
ৰাতি নুপুৱায়
যাওক দিয়া সেইবোৰ।
তোমালৈ সেই একেটাই খবৰ পঠালোঁ
আমাৰ ইয়াত ৰাতিৰ অন্ধকাৰত
বেৰৰ পানে মূৰ কৰি
আমি আটায়ে
একলে ফেকুঁৰো
পুৱা যে আকৌ
উঠিব লাগিব
কান্দিবলৈকে
দাৰুণ সে দুখত !
Shesh nomoskar - শেষ নমস্কার - Geetanjali - Poems of Rabindranath Tagore
একটি নমস্কার প্রভু একটি নমস্কারে
সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এ সংসারে ।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।
ঘনশ্রাবণের মতো রসের ভরে নম্র নত
একটি নমস্কারে, প্রভু , একটি নমস্কারে
সমস্ত মন পড়িয়া থাক তব ভবন-দ্বারে ।।
Osomapto - অসমাপ্ত - Geetanjali - Poems of Rabindranath Tagore
জীবনে যত পূজা হল না সারা ,
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।
জানি হে, জানি তাও হয় নি হারা ।
যে ফুল না ফুটিতে ঝরেছে ধরণীতে ,
যে নদী মরুপথে হারালো ধারা,
জানি হে, জানি তাও হয় নি হারা ।।
Jabar din - যাবার দিন - Geetajnali - Poems of Rabindranath Tagore
যাবার দিনে এই কথাটি বলে যেন যাই -
যা দেখেছি, যা পেয়েছি , তুলনা তার নাই ।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে
তারই মধু পান করেছি , ধন্য আমি তাই ।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ।।
যা দেখেছি, যা পেয়েছি , তুলনা তার নাই ।
এই জ্যোতিসমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে
তারই মধু পান করেছি , ধন্য আমি তাই ।
যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই ।।
Simay prokash - সীমায় প্রকাশ - (Geetanjali) - Poems of Rabindranath Tagore
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর ।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এতো মধুর ।
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে ,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর -
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে -
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ।
আমার মধ্যে তোমার প্রকাশ তাই এতো মধুর ।
কত বর্ণে কত গন্ধে, কত গানে কত ছন্দে ,
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়-পুর -
আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর ।।
তোমায় আমায় মিলন হলে সকলই যায় খুলে -
বিশ্বসাগর ঢেউ খেলায়ে উঠে তখন দুলে ।
Khichuri - খিচুড়ি - Poems of Sukumar Ray
হাঁস ছিল সজারুও (ব্যাকরণ মানি না )
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না ।
হয়ে গেল হাঁসজারু কেমনে তা জানি না ।
বক কহে কচ্ছপে 'বাহবা কি ফুর্তি !
অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি '
টিয়ামুখো গিরগিটি মনে ভারী শঙ্কা
পোকা ছেড়ে শেষে কিগো খাবে কাঁচা লঙ্কা
Abol Tabol - আবোল তাবোল - Poems of Sukumar Ray
আয়রে ভোলা খেয়াল খোলা
স্বপন দোলা নাচিয়ে আয়
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়
আয় যেখানে ক্ষেপার গানে নেইকো সুর
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়
আয় যেখানে ক্ষেপার গানে নেইকো সুর
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর
Dhulamondir - ধুলামন্দির -Poems of Rabindranath Tagore
ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাকে পড়ে ।
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে !
অন্ধকারে লুকিয়ে আপন মনে
কাহারে তুই পুঁজিস সংগোপনে ,
নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে - দেবতা নাই ঘরে ।।
Subscribe to:
Posts (Atom)
-
More poems here অবশেষ ফুলিল মালতী, ফুলি সৰি গ'ল, বিলোৱা সৌৰভ মাত্ৰ জগতত ৰ'ল । ভাগি গ'ল বীণখনি, ছিগি গ...
-
Read other poems of Ram Gogoi শাওণৰ মেঘমুক্ত নীলাকাশ সূৰ্য্যস্নাত ক্লেদময় হে বিশাল পথাৰ ....... বিপ...
-
This poem from Kuhipath is a prayer by a kid to God. Without knowing who God is, where He lives or how to pray him its the love of God an...
-
কাৰ পৰশত ফুলিলি বান্ধৈ অ' মোৰ সাদৰী ফুলাম পাহি ? শ্যামলী পাতৰ ওৰণি গুচাই কাৰ ফালে চাই মাৰিলি হাঁহি ? কোন নন্দনত লগালি চমক, নাচিছে...
-
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা আঁধারে মলিন হলো যেন খাপে ঢাকা বাঁকা তলোয়ার ! দিন...
-
People who studied in Assam in general and in Assamese medium in particular know Kuhipath, the very first book one gets to read in schools...
-
Today we are publishing some sweet poems from Kuhipath that every student who studied in Assamese medium primary school can relate to. আ...
-
মহান শিল্পী কলাগুৰু বিষ্ণুপ্ৰসাদ ৰাভা অসমীয়া সাহিত্যক উপহাৰ দি গৈছে বহু সোণসেৰীয়া গীত । তাৰেই কিছু গীত ইয়াতে প্ৰস্তুত কৰা হ'ল । ১) ম...
-
Read more poems of Hiren bhattacharya here এদিন শাওণ আজি শাওণৰ বাৰ কি তেৰ এৰাল ছিঙি ক'লা ডাৱৰবোৰে আকাশখনত হেম্বেলিয়াই আছে ...
-
Story has it that Kach, son of the Brihaspati - the Guru of the Gods, was sent to Shukracharya, Guru of the Daityas, to learn the Mrita-sa...