রোদে রাঙা ইঁটের পাঁজা তার উপরে বসল রাজা -
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
ঠোঙাভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না ।
গায়ে আঁটা গরম জামা পুড়ে পিঠ হচ্ছে ঝামা ;
রাজা বলে , ''বৃষ্টি নামা - নইলে কিচ্ছু মিলছে না ।''
থাকে সারা দুপুর ধ'রে ব'সে ব'সে চুপটি ক'রে ,
হাঁড়িপানা মুখটি ক'রে আঁকড়ে ধরে শ্লেটটুকু ;
হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু ।