রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা
হাসির কথা শুনলে বলে
''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে - ওই বুঝি কেউ হাসে
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে আপনি ব'কে ব'কে
আপনারে কয় , হাসিস যদি
মারবো কিন্তু তোকে !'
হাসির কথা শুনলে বলে
''হাসব না না না না !''
সদাই মরে ত্রাসে - ওই বুঝি কেউ হাসে
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আসে পাশে ।
ঘুম নেই তার চোখে আপনি ব'কে ব'কে
আপনারে কয় , হাসিস যদি
মারবো কিন্তু তোকে !'