কূলে একা বসে আছি নাহি ভরসা ।
রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা,
ভরা নদী খুরধারা খরপরশা ¬
কাটিতে কাটিতে ধান এল বরষা ।।
একখানি ছোটো খেত , আমি একেলা ¬
চারি দিকে বাঁকা জল করিছে খেলা ।।
পরপারে দেখি আঁকা তরুছায়ামসী -মাখা
গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা ।
এ পারেতে ছোটো খেত , আমি একেলা ।।