ছোটবেলায় বাংলা ছড়া শোনেননি বা বলেননি এমন বাঙালি বোধহয় নেই। আর সেইসব ছড়ার মধ্যে হাট্টিমাটিম টিম নামক ছড়াটি থাকবেনা সে হতেই পারেনা । কিন্তু যে ছড়াটা আপনি জানেন সেটা চার লাইনের। যে কথাটা হয়তো আপনি জানেননা সেটা হচ্ছে এই চার লাইনের ছড়াটা আসলে বাংলাদেশী সাংবাদিক এবং সাহিত্যিক রোকনুজ্জামান খানের অসম্ভব সুন্দর ৫২ লাইনের একটা ছড়ার অংশ। পুরো ছড়াটি নিচে পড়ুন । আপনার নিশ্চয় ভালো লাগবে ।
টাট্টুকে আজ আনতে দিলাম
বাজার থেকে শিম
মনের ভুলে আনল কিনে
মস্ত একটা ডিম।
বলল এটা ফ্রি পেয়েছে
নেয়নি কোনো দাম
ফুটলে বাঘের ছা বেরোবে
করবে ঘরের কাম।